সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রকৌশলী মাসুদ রানা (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।
শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার তরগাঁও (ঋষিপাড়া) মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই এলাকার কফিল উদ্দিনের দোতলা বাড়ির নিচ তলার দোকানে সিগারেট ধরানোর সময় পাশে থাকা গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কাপাসিয়া-মনোহরদী সড়ক উন্নয়ন কাজের ঠিকাদার কোম্পানির প্রকৌশলী মাসুদ রানা এসময় ওই দোকানে চা পান করতে আসে। পরে গায়ে আগুণ লেগে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহতদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ ঘটনার পর কাপাসিয়া-মনোহরদী সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দগ্ধ হয়ে প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
আহতদের শরীরের ১৫/২০ ভাগ দগ্ধ হয়েছে। কিন্তু আশঙ্কাজনক নয়।