Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ পিএম

এসএসসি ও সমমানের মাধ্যমিক পরীক্ষা চলাকালে কোনধরনের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা চলাকালে কোনও দল যেন এমন কর্মসূচি না দেয়, যাতে শিক্ষার্থীরা সংকটে পড়ে।’

এসময় তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের জিম্মি করে কেউ কোনও প্রতিষ্ঠান চালাতে পারবে না। যেসব প্রতিষ্ঠান প্রবেশপত্র নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশে একযোগে শুরু হওয়া এ এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগে ১০টি ফেসবুক আইডি ও পেইজ ব্লক করেছে পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম ইউনিট।

দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছ।

   

About

Popular Links

x