Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধর্মীয় অনুভূতিতে 'আঘাত', নারী বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

ইসলাম ধর্ম নিয়ে “কুরুচিকর মন্তব্য” ও ধর্মীয় অনুভূতিতে “আঘাত” হানার অভিযোগে রিতা দেওয়ান নামের এক নারী বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। 

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। 

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত ৩১ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ধলারটেঙ্গর গ্রামে একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান ইসলাম নিয়ে রুচিহীন মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।


   

About

Popular Links

x