Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৬ পিএম

রাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার পিতার নাম ইসহাক মিয়া। মাসুদ ডেসকোতে (ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড) চাকুরি করতেন।

ঘটনাস্থলে থাকা রাব্বী নামে এক ব্যক্তি জানান, সোমবার রাত ২২:৩০টার সময় মতিঝিল শাপলাচত্বরে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাসুদ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান বাপ্পী। পরে রাত ১২টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x