Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরকীয়া নিয়ে কলহ, মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ

রত্না বেগম মেয়ের গলায় থাকা ওড়না টান দিলে তিনি শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৪ পিএম

গাজীপুর শহরে পরকীয়া নিয়ে কলহের জের ধরে নীলা খাতুন (২১) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শহরের বাসন থানার মোগরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই নারীর মা রত্না বেগম (৩৫) ও স্বামী নয়ন মিয়াকে (৩১) আটক করেছে পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি কাউসার চৌধুরী জানান, তিন-চার মাস আগে স্ত্রী নীলা খাতুনকে নিয়ে মোগরখাল এলাকায় কবির হোসেনের বাড়িতে ভাড়ায় ওঠেন নয়ন মিয়া। নীলা খাতুন নয়নের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে স্বামী নয়ন একাধিকবার তার শাশুড়ির কাছে অভিযোগ করেন। 

সোমবার আবারও অভিযোগ করলে শাশুড়ি রত্না বেগম রাত ১০টার দিকে মেয়ের বাড়িতে যান। পরে স্বামী নয়নের সামনেই পরকীয়া নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রত্না বেগম মেয়ের গলায় থাকা ওড়না টান দিলে তিনি শ্বাসরোধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই রত্না বেগম ও নয়ন মিয়াকে আটক করে।

   

About

Popular Links

x