Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে সৈকত মাহমুদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

মৃত সৈকত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন।

হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির বলেন, সৈকত সকাল ১০টার দিকে বুকে ব্যাথ্য অনুভব করেন এবং রুমমেটদের জানান। রুমমেটরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাধ্যক্ষ বলেন, “হার্ট অ্যাটাকের কারণে সৈকতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

ক্যাম্পাসে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x