Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসার নামে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

ভুক্তভোগীকে ওই কবিরাজ দেড় বছর আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ পিএম

সিলেটের বিশ্বনাথে চিকিৎসার নামে প্রায় দেড় বছর ধরে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কমরুদ্দিন নামে ওই কবিরাজকে গ্রেফতার করা হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়। ওই ব্যক্তি বিশ্বনাথ পুরান বাজার (শরীষপুর) এলাকায় ভাড়া বাসায় কবিরাজি ব্যবসা চালিয়ে আসছিলেন।

ওই তরুণীর মা বলেন, "অসুস্থ হওয়ায় প্রায় দেড় বছর আগে বড় মেয়েকে কবিরাজ কমরুদ্দিনের কাছে নিয়ে যাই। চিকিৎসার প্রয়োজনে তিনি আমার মেয়েকে তার কাছে রেখে যেতে ও নগদ ১০ হাজার টাকা দিতে বলেন। আমি কথামতো টাকা পরিশোধ করে মেয়েকে তার কাছে রেখে আসি। পরবর্তীতে মেয়েকে আনার জন্যে গেলে তিনি ওকে ফিরিয়ে না দিয় হুমকি ও ভয়-ভীতি দেখান। তিনি প্রায় দেড় বছর ধরে আমার মেয়েকে সিফা তদবিরালয়ে তালাবন্দী করে আটকে রাখেন। আমি তার ভয়ে এতদিন কাউকে কিছু বলার সাহস পাইনি। পরে থানায় অভিযোগ করতে বাধ্য হই।"

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা জানান, বৃহস্পতিবার রাতে কবিরাজ কমরুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী তরুণীর মা। এ ঘটনায় রাতেই সিফা তদবিরালয় থেকে তালাবন্দী তরুণীকে উদ্ধার ও কবিরাজের স্ত্রী সুমি বেগমকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে কমরুদ্দিনকে আটক করা হয়।

পরে তরুণীর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে কবিরাজ ও তার স্ত্রীকে এতে গ্রেফতার দেখানো হয়।

   

About

Popular Links

x