বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা কাইক্য খুমি পাড়ায় অভিযান চালিয়ে ৬টি পপিক্ষেত ধ্বংস করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)। তবে কোনো পপি চাষীকে আটক করা যায়নি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে থানচির তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে বিজিবি'র ১৫ সদস্যের একটি দল অভিযান চালায়।
মোকলেছুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ ঘণ্টার অভিযানে ধ্বংস করা হয় ৬টি ছোট-বড় পপিক্ষেত।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান ও কারবারীরা।