Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।


আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১০:১২ পিএম

আগামী ২২ আগস্ট ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম পবিত্র উৎসব ঈদুল আজহা পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে। 

দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ করা হয়েছে।বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

About

Popular Links