Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাজাহানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গত বুধবার বিকাল ৪টার দিকে শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৯ পিএম

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলাটি আমলে নিয়ে ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন।

এর আগে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম।

মামলার বিবরণ অনুযায়ী- গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাইসহ তার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট বক্তব্য দেন।

পরিবহন নেতা শাজাহান খান বলেন, “ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরব।”


আরও পড়ুন - শাজাহান খানের বিরুদ্ধে কাঞ্চনের ১০০ কোটি টাকার মানহানির মামলা

   

About

Popular Links

x