রাজধানীর পল্টন এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ডিআর টাওয়ার নামে ১৯তলা ভবনটির ১২তলায় আগুন লাগে।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
তিনি আরও জানান, বিকেল ৩টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।