উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল বলে কোন কথা নাই, দেশের সর্বত্র উন্নয়ন চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার (১৫ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে নীলফামারীর ডোমারে দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “যেই এলাকায় যা উন্নয়ন প্রয়োজন, যেসব কাজ করলে সমগ্র দেশের মানুষের কল্যাণ হবে, সেখানে তাই করছে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।”
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন, “আমরা দেশের ভূখন্ডে ২৫ ভাগেরও বেশি জায়গায় গাছ লাগানো জন্য কাজ করছি। আশাকরি দ্রুত তা হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “সারাদেশের বাঁশের চাহিদা পূরণ করে নীলফামারীর বাঁশ।” তাই আরও উন্নত জাতের বাঁশ উদ্ভাবন করলে বাঁশ চাষ বেড়ে যাবে বলেও জানান তিনি।