Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আরও ৮ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

জামিন নামঞ্জুর হওয়া শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাইথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ০৪:৫৩ পিএম

চার শিক্ষার্থীর পর, এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরও আট ছাত্রের জামিন নামঞ্জুর করেছেন আদালত। নিরাপদ সড়কের আন্দোলন চলাকালীন পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ৮ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেন আদালত। 

সোমবার (১৩ আগস্ট) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রনব কুমার হুইয়ের আদালত রাজধানীর বাড্ডা ও ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৮ আসামির জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবি আশরাফুজ্জামান দিদার ও রাকিবুল হাসান আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা শেখ মো. আবু হানিফ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

ভাটারা থানার মামলার তিন আসামি হলেন, সাবের আহম্মেদ উল্লাস, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন নিঝুম। আর বাড্ডা থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন, জাহিদুল হক, নূর মোহাম্মদ,  রাশেদুল ইসলাম বায়েজিদ, মুশফিকুর রহমান ও মো. হাসান।

এর আগে গতকাল রোববার তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ, মাসহাদ মুর্তজা আহাদ, আজিজুল করিম অন্তরের জামিন নামঞ্জুরের আদেশ দেন একই আদালত।

জামিন নামঞ্জুর হওয়া শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাইথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।


   

About

Popular Links

x