Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

সারারাত নিখোঁজ, সকালে বাঁশবাগানে মিলল শিশুর লাশ

স্থানীয়রা একটি বাঁশবাগানে রিমার মরদেহ পড়ে থাকতে দেখে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সারারাত নিখোঁজের পর সকালে একটি বাঁশ বাগান থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজিরটোলা এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর নাম মোসলেমা খাতুন রিমা (৭)। সে মানিক হাজির টোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, "সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় রিমা। পরে বিকেলে তার সন্ধান না পাওয়ায় খোঁজাখুজি শুরু করে স্বজনরা। ঘটনাটি মাইকেও ঘোষণা করা হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও  রিমার সন্ধান মেলেনি। পরে তার বাবা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ সকালে স্থানীয়রা একটি বাঁশ বাগানে রিমার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

মাহবুব আলম খান আরও জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর রিমাকে হত্যা করা হয়েছে। সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছে পুলিশ।

   
Banner

About

Popular Links

x