Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করে পালালেন পুলিশ সদস্য

ফুটেজে দেখা যায়, এক পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে পালাচ্ছেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৩ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলায় আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম তরিকুল। তিনি আদালতে কর্তব্যরত ছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক আল-আমিন আহমেদ জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রোসেস সার্ভার পদে কর্মরত রয়েছেন তিনি। আজ সকালে অফিসে পৌঁছে অসাবধানতাবশত চাবি মোটরসাইকেলে রেখে বয়োমেট্রিক হাজিরা দিতে অফিস ভবনে যান। পরক্ষণেই ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পরে দ্বারস্থ হন আদালত ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার। ফুটেজে দেখা যায়, এক পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে পালাচ্ছেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান বলেন, ‘"অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।"

   

About

Popular Links

x