Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সোমবারের মধ্যে গ্রামীণফোনকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

গত ২৬ জানুয়ারি দাখিল করা এক রিভিউ পিটিশনে ৫৭৫ কোটি টাকা দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের জন্য মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। 

বিটিআরসি'র আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিটিআরসির করা পাওনা দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪ নভেম্বর আপিল বিভাগ তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি দাখিল করা এক রিভিউ পিটিশনে ৫৭৫ কোটি টাকা দিতে রাজি হয় প্রতিষ্ঠানটি।

   

About

Popular Links

x