Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সেপ্টেম্বর থেকে বন্ধ মেডিক্যাল ভর্তি কোচিং

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১০:০৮ পিএম

আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই নির্দেশ দিয়েছেন তিনি।

এ ছাড়াও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসসহ, এ সংক্রান্ত গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেটে ছড়ানো হলে, সেটির বিরুদ্ধেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এ বিষয়ে সতর্কতা অবলম্বনে ইতোমধ্যেই সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (১৩ আগস্ট) এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এ ছাড়াও কোনও অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে নিকটস্থ থানা, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।


About

Popular Links