শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাথরুমে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সৌদি ফেরত এক নারী গৃহকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাথরুমে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। মাত্র এক মাস আগে ২৮ জুলাই তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রবাসী কল্যানের লোকজন। এরপর তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে। এখানে চিকিৎসা শেষে রাত ১০ টায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
তাকে যারা হাসপাতাল নিয়ে আসেন তাদের মধ্যে থেকে শেখ তারিকুল ইসলাম বলেন, মেয়েটি বিমানবন্দরে শৌচাগারে কীটনাশক পান করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতাল নিয়ে আসি। তিনি আরো বলেন, এখানে চিকিৎসা শেষে তাকে সেইফ হোমে নিয়ে যাব।
মেয়েটি সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ১৭ মার্চ সৌদি যাই। সেখান থেকে গত ২৮ জুলাই দেশে আসি। সেদিন আমার লাগেজটি পাইনি, সেটা আনার জন্য আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিমানবন্দর যাই। সেখানে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে কোন লাভ হয়নি। লাগেজটি আর পাইনি।
তিনি আরও বলেন, সৌদি গিয়ে সেখানে এক বাসায় কাজ করে ৮ মাস বেতন না পেয়ে পরে সৌদি বাংলাদেশী অ্যাম্বাসি শরণাপন্ন হই। সেখানে লোকমান নামে এক স্টাফ আমাকে সহযোগিতা করেন, এবং আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে আমার সাথে প্রতারণা করেন। এবং দৈহিক সম্পর্কও স্থাপন করেন।
তিনি বলেন, আমার লাগেজটি সেখান থেকে বুকিং দেয়া হলেও বাংলাদেশে এসে পাইনি। সেখানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল বলে তিনি দাবী করেন।
তিনি আরো বলেন, আমি কীটনাশক পান করেছি, এবং একটি কাগজে লিখে ছিলাম, আমি যদি মরে যাই তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী লোকমান, গোলাম সহ আরও ৩/৪ জন।
মতামত দিন