রাজধানীর শ্যামলী এলাকা থেকেই অভিযুক্ত ব্যক্তি ওই কলেজ ছাত্রীকে শারীরিকভাবে হয়রানি করছিল। পরে একসময় মেয়েটি ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধোর শুরু করেন
চলন্ত বাসে হয়রানির শিকার এক কলেজ ছাত্রীর প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটেছে এই ঘটনাটি।
এই প্রতিবাদের দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন বাসের সহযাত্রী জেবা সানজিদা মৌ।
সানজিদা মৌ ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাজধানীর শ্যামলী এলাকা থেকেই অভিযুক্ত ব্যক্তি ওই কলেজ ছাত্রীকে শারীরিকভাবে হয়রানি করছিল। পরে একসময় মেয়েটি ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধোর শুরু করেন।”
এখনও পর্যন্ত অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
মতামত দিন