গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে র্যাব
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নাটোর র্যাব অফিসের ভার প্রাপ্ত কোম্পানি কমান্ডারএ এস পি আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য গুরুদাসপুর উপজেলার বিভিন্ন মাদক স্পটে গত রাতে অভিযান চালায়।
এসময় ১৫০০০ লিটার চোলাই মদ উদ্ধার এবং ২০ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যেজিনিপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে খায়রুলকে ৬ মাস, একই এলাকার কুদ্দুসের ছেলে মাহবুব, শমসের ছেলে আরিফুল, এবং ময়দানের ছেলে সিরাজ কে ১৫ দিন, একই এলাকার হিরনের ছেলে খাজা পাহান, গুন পাহাড়ের ছেলে খোকা পাহান, নিতাই এর ছেলে দুলাল, আতাহারের ছেলে সিরাজ, হরলাল এর ছেলে রতন, দুলালের ছেলে দিব্ব লাল, অর্জুনের ছেলে সালারি পাহান, নয়নের ছেলে নিরন, কালুর ছেলে পলাশ, অর্জুনের ছেলে অসীম অসীম, গণেশের ছেলে সবুজ নওপাড়া এলাকার, শিকদারের ছেলে রায়হান, খোলাবাড়িয়া এলাকার নগেন্দ্র ছেলে প্রদ্বিপ , খুদুর ছেলে শম্ভু গজেন্দ্র চাপিলা এলাকার কানাই এর ছেলে লাল পাহানকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।
মতামত দিন