শিশুদের যৌন নিপীড়নের অনেক ঘটনা সামাজিক ও পারিবারিকসহ নানা কারণে প্রকাশই হয় না
বাংলাদেশে প্রতি চার জন মেয়ে শিশুর মধ্যে একজন এবং প্রতি ছয় জন ছেলে শিশুর মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়৷ শুধু পুরুষের হাতে নয়, শিশুরা অনেক সময় নারীর হাতেও যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে বলে ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের চাইল্ড এডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি'র সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবত যৌন হয়রানির শিকার শিশুদের নিয়ে কাজ করছেন৷ তার গবেষণায় শিশুদের যৌন হয়রানি বিষয়ে ভয়াবহ সব তথ্য উঠে এসেছে৷
গবেষণা ফলাফলে দেখা গেছে, শতকরা ৭৫ ভাগ যৌন হয়রানির ঘটনাই ঘটে পরিবারের ঘনিষ্ঠজন, বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে৷ আর শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুরাও যৌন হয়রানির শিকার হচ্ছে৷
যৌন হয়রানির ঘটনাগুলো ঘটে থাকে বাড়িতে, আত্মীয় বা পারিবারিক বন্ধুদের বাড়িতে, স্কুলে বা স্কুলে যাওয়ার পথে এবং পরিচিত পরিবেশে৷ পরিচিত ব্যক্তি ছাড়া শিশুদের সঙ্গে যৌন হয়রানির মতো ঘটনার নজির খুবই কম৷
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যানুযায়ী, যৌন নিপীড়নের শিকার শতকরা ৫ ভাগ ছেলে শিশু, আর ৯৫ ভাগ মেয়ে শিশু৷
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রোগ্রাম অফিসার আজমী আখতার বলেন, ‘‘সাধারণত নিম্নবিত্ত পরিবারের শিশুরাই যৌন নিপীড়নের শিকার হয় সবচেয়ে বেশি৷ তারা বস্তিতে বসবাস করে বা তাদের পারিবারিক সুরক্ষা নেই বললেই চলে৷ আর যারা শিশু যৌন নিপীড়ক, তারাও অধিকাংশ ওই পরিবেশের৷ তবে তারা ওই বাস্তবতায় প্রভাবশালী৷''
এ প্রসঙ্গে ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা দীর্ঘ পর্যবেক্ষণে দেখেছি, যেসব শিশু যৌন নির্যাতনের শিকার হয়, তারা পরবর্তী জীবনে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন৷ কেউ কেউ যৌন নিপীড়কও হয়ে ওঠে৷''
প্রসঙ্গত; যৌন নিপীড়নের শিকার শিশুরা ট্রমায় আক্রান্ত হওয়ায় বিশেষ সেবার প্রয়োজন হয়৷ এমনকি বাবাকে দেখলেও ভয় পায়৷ বিশেষ কোনো স্থান বা পোশাকের প্রতিও তাদের ভীতির সৃষ্টি হতে পারে৷ কেউ কেউ মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে৷
সাধারণত শিশুরা যৌন নিপীড়নের শিকার হলে তা প্রকাশ করতে পারে না৷ তবে তাদের কিছু আচরণ একটু পর্যবেক্ষণ করলেই মা-বাবা অথবা পরিবারের সদস্যরা তা বুঝতে পারবেন৷ তারা কোনো ব্যক্তিকে দেখলে ভয় পেতে পারে৷ কোনো বাসায় যেতে না চাইতে পারে৷ কোনো স্থানকে ভয় পেতে পারে৷ কাউকে দেখলে লুকিয়ে থাকতে পারে৷ মা-বাবাকে এসব বিষয় খেয়াল করে জানার চেষ্টা করতে হবে৷
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের হিসাবে বিগত ৯ মাসে যৌন হয়রানির শিকার হয়েছে ৩৮ জন শিশু৷ নানা ধরনের যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭৪ জন শিশু৷ যৌন হয়রানি প্রতিরোধ করতে গিয়ে যৌন হয়রানিকারীদের মারধরের শিকার হয়েছে ১৮ জন শিশু৷ আর পর্নোগ্রাফির শিকার হয়েছে ১২ জন শিশু৷
শিশু অধিকার ফোরাম এই হিসাব দিয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে৷ বাস্তবে শিশুদের যৌন নিপীড়নের অনেক ঘটনা সামাজিক ও পারিবারিকসহ নানা কারণে প্রকাশই হয় না৷
মতামত দিন