সাম্প্রতিক সময়ে দেশের তরুণদের মধ্যে জঙ্গিবাদে সম্পৃক্ত হবার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়
জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখার উদ্দেশ্যে প্রতি সেমিস্টারে ন্যূনতম তিনটি কোর্স আবশ্যিক করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউসিজি)। রাষ্ট্রপতির কাছে পাঠানো বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বাংলা নিউজের একটি খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের তরুণদের মধ্যে জঙ্গিবাদে সম্পৃক্ত হবার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এই জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো ঐ বার্ষিক প্রতিবেদনে ছাত্ররা যাতে জঙ্গিবাদের পথে পা না বাড়ায় তার কৌশল নির্ধারণ করে দিয়েছে ইউজিসি।
ঐ প্রতিবেদনে বলা হয়, "বেসরকারি বিশ্ববিদ্যালেয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী একটি সেমিস্টারে শুধু দু’টি কোর্স নিয়ে পূর্ণকালীন শিক্ষার্থীর মর্যাদা পাচ্ছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের শুধু দু’টি কোর্স গ্রহণের সুবিধা বিদ্যামান থাকায় তারা প্রচুর অবসর সময় পাচ্ছে। এরফলে শিক্ষার্থী পড়াশোনা ছাড়াও অন্যদিকে সময় দেওয়ার সুযোগ পাওয়ায় পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ পাচ্ছে। সে জন্য শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি সেমিস্টারে ন্যূনতম তিনটি কোর্স আবশ্যিক করা এবং শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দশ দেওয়া যেতে পারে।"
এর পাশাপাশি ছাত্ররা যাতে কোন ধরণের রাষ্ট্রবিরোধী কিংবা সংবিধান পরিপন্থী কর্মকান্ডে অংশ না নিতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে ঐ প্রতিবেদনে নির্দেশ দেওয়া হয়েছে।
ঐ প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়, "বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা কর্মচারী যাতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে বাংলাদেশের সংবিধানের মূলনীতির পরিপন্থী কোনো কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করতে না পারে তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া যেতে পারে।"
মতামত দিন