রবিবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পুর্বনির্ধারিত থাকলেও এদিনও মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন জমা দেয়নি
৬১ বারের মতো পেছানো হলো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দাখিলের সময়। আগামী ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আদালতে উপস্থিত শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছে বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পুর্বনির্ধারিত থাকলেও এদিনও মামলার তদন্ত সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিবেদন জমা দেয়নি। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভূইয়া প্রতিবেদনের তারিখ পিছিয়ে আগামী ৯ জানুয়ারি ধার্য করেছেন। উল্লেখ্য, ঘটনার ৭ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব।
প্রসঙ্গত, ৭ বছর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হন। পরে রুনির ভাই বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মতামত দিন