Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রদূত: আটকে পড়া বাংলাদেশিদের চীনে থাকাই উত্তম

চিকিৎসা বিশেষজ্ঞরা সবসময় সেখানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন চীনা রাষ্ট্রদূত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৫ পিএম

আটকে পড়া বাংলাদেশিদের চীনে থাকাই উত্তম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাসসের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।

লি জিমিং বলেছেন, "করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশেষ করে চীনে অধ্যয়নরত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা এবং বাংলাদেশে এর বিস্তার রোধে আপাতত সেখানে অবস্থান করাই উত্তম।"

"নিজেদের সুরক্ষার জন্যই তাদের চীনে অবস্থান করাটাই সমীচীন," যোগ করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, "তবে এখন পর্যন্ত চীনে কোন বাংলাদেশি ছাত্র করোনাভাইরাস সংক্রমিত হওয়ার এবং বাংলাদেশে এ ভাইরাস সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি।"

সম্প্রতি চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমানে সেখানেই থাকার পরামর্শ দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন, যা স্থানীয় চীনা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি।

চিঠিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিজস্ব “তীক্ষ্ণ বিচার বোধ”-কে কাজে লাগানোর আহ্বান জানানো হয় বলে জানান লি জিমিং।

বাংলাদেশি শিক্ষার্থীদের দুর্দশার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, "গত শীতকাল তাদের জন্য বিশেষ কঠিন ছিল, বিশেষ করে যারা করোনাভাইরাস প্রাদুর্ভাবের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে ছিলেন তাদের জন্য।"

এসময় চীনের চিকিৎসা বিশেষজ্ঞরা সবসময় আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।

About

Popular Links