"আগেকার তুলনায় দুর্নীতি দমনে আমাদের অনেক উন্নতি হয়েছে"
দেশের দুর্নীতি দমন কমিশনকে 'অনেক শক্তিশালী' আখ্যা দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শতভাগ দুর্নীতি মুক্ত জাতি আমার জানামতে পৃথিবীর কোথাও নেই। তিনি জানান, সরকারের ভেতরে যারা দুর্নীতি করলে নজরে আসা মাত্রই কোনও ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সুনামগঞ্জের তাহিরপুরে জনসভায় যোগ দেওয়ার আগে শহরের মল্লিকপুর এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে অবস্থানকালে দুর্নীতি দমন প্রসঙ্গে ঢাকা ট্রিবিউনকে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, আমরা দুর্নীতির পক্ষে নই। আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কোনও ভাবেই দুর্নীতি সহ্য না করার ঘোষণা দিয়েছেন। মন্ত্রিপরিষদের প্রথম সভায় প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেছেন আমরা সবাই জনগণের নজরদারিতে আছি। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নজরদারিতে আছেন। তবে প্রত্যেক কর্মকর্তা নিজে যদি দুর্নীতি মুক্ত থাকেন তাহলে একটি দুর্নীতি মুক্ত জাতি গড়ে তোলা যাবে। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত বা শতভাগ দুর্নীতি মুক্ত জাতি আমার জানামতে পৃথিবীর কোথাও নেই। সব দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে। আমরা এখনও বেশির কোটায় আছি। আগেকার তুলনায় দুর্নীতি দমনে আমাদের অনেক উন্নতি হয়েছে।
এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন