সুলতান মাহমুদ বলেন, 'আমরা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংসদে যোগ দেবো।'
একাদশ জাতীয় সংসদে গণফোরামের নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। আজ সোমবার গণফোরাম নেতা সুলতান মাহমুদ মনসুর ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
সুলতান মাহমুদ বলেন, 'আমরা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংসদে যোগ দেবো।'
জাতীয় ঐক্যফ্রন্ট জোটের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। জোটে দলটির শরীক হিসেবে ছিল বিএনপিসহ কয়েকটি দল।
নির্বাচনে গণফোরাম দুটি আসনে জয় লাভ করে। তাদের মধ্যে মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মাহমুদ মনসুর এবং সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান জয় পান। নির্বাচনে বিএনপি ছয়টি আসন পায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৮৯ আসনে জয় লাভ করে সরকার গঠন করে।
তবে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণফোরামের শপথ নেওয়ার বিষয়টি সম্পর্কে বিএনপি অবগত নয়। তিনি এ খবরকে মিথ্যা বলে দাবি করে বলেন, বিরোধী পক্ষের বিরুদ্ধে যড়যন্ত্র করতেই এসব প্রচার করা হচ্ছে।
এর আগে চলতি মাসের ৩ তারিখে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঐক্যফ্রন্ট জানায়, জোটের পক্ষ থেকে সংসদ নির্বাচনে জয়ীরা শপথ নেবে না।
মতামত দিন