বৃহস্পতিবার ভোরে দেওয়ান ইদ্রিস সড়কের কুটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে
রাজধানীর সাভারে রাস্তায় গাছ ফেলে প্রাইভেটকার, ট্রাক ও কাভার্ড ভ্যানে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
বৃহস্পতিবার ভোরে দেওয়ান ইদ্রিস সড়কের কুটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০-১২ সদস্যের ডাকাত দল প্রাইভেটকার, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকসা থামিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়।
এ সময় ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা দুই গাড়িচালকসহ তিনজনকে পিটিয়ে আহত করে ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে মামলা করা হবে।
মতামত দিন