বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভস্মীভূত হয়েছে ৫টি দোকান। এতে ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬ টার দিকে 'রিয়াজ স্টোর' নামে একটি প্রসাধনীর দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের ৪টি দোকানে ছড়িয়ে পরে।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন গোলাম মোস্তফা কবির ঢাকা ট্রিবিউনকে বলেন, সকাল ৭টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সব পুড়ে শেষ। আমার প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার ও টিম লিডার আব্দুল হালিম জানান, এই মার্কেটের তিন দিকে কোনও জানালা-দরজা নেই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষাধিক টাকা।
মতামত দিন