ভাসানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান, আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে।
রাজধানীর মিরপুরের ভাসানটেক ১৪ নম্বর এলাকার ৩ নম্বর বস্তির (জাহাঙ্গীর বস্তি) ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মৃত শিশু দুটির পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভাসানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান, আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে।
তবে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।
মতামত দিন