এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি
রাজধানীর মৌচাক এলাকার আনারকলি সুপার মার্কেটের অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্তণে আনা হয়েছে।
সন্ধ্যা ৬:৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার কামরুল হাসান।
আনারকলি মার্কেটের চতুর্থ তলায় শনিবার (মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয় তা এখনো জানা যায়নি বলে কামরুল হাসান জানান।
আগুন লাগার পর মার্কেটে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন