এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে
লক্ষ্মীপুরের সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। উপজেলার দাসেরহাট বাজারের ছায়ানীড় সুপার মার্কেটে মঙ্গলবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস ইউনিটের ভারপ্রাপ্ত (ডিএডি) রেজাউল করিম জানান, মার্কেটের ব্যবসায়ী জলিলের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে মার্কেটের ২টি মুদি দোকান, ২টি গুদাম, ২টি হার্ডওয়ার দোকান, ৩টি ইলেক্ট্রিক দোকান, ২টি চা দোকান, সেলুন ও কনফেকশনারীসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা বলে দাবি করছেন তিনি।
মতামত দিন