সমাজসেবা সম্পাদক আখতার হোসেইন এই সিদ্ধান্ত মেনে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেইনও এই সিদ্ধান্ত মেনে নেন।
সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
মতামত দিন