ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের নিরাপদে লিফট থেকে বের করে আনা সম্ভব হয়েছে
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের একটি লিফটে প্রায় ৪৫ মিনিট ধরে বিকল হয়ে ছিল। প্রায় ৪৫ আটকে পড়া ছয়জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
লিফটে আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ছিলেন দুজন আইনজীবী, দুজন কর্মকর্তা, আইনজীবীর এক সহকারী ও এক নারী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের নিরাপদে লিফট থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিদ্দিকবাজার হেড অফিসের স্টেশন অফিসার মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, "আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। কিন্তু এখানে এসে দেখি লিফটে আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়ে গেছে।"
তিনি আরও বলেন, কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই লিফট বিকল হয়ে থাকতে পারে। তবে এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা সুপ্রিম কোর্টের শিক্ষানবীশ আইনজীবী সৈকত মল্লিক বলেন, "এর আগে আমিসহ আরও পাঁচজন ওই একই লিফটে আটকা পড়েছিলাম। তবে ১০ মিনিট পর মুক্তি পাই। পরবর্তীতে আর কখনও ওই লিফটে উঠিনি।"
মতামত দিন