বাবাকে হত্যার কথা আদালতের সামনে স্বীকার করে নেন তিনি।
ফেনী শহরের একাডেমি বনানী পাড়ার ভাড়া বাসায় খুন হওয়া ব্যবসায়ী হুমায়ুন কবিরকে (৪৫) হত্যার দায় স্বীকার করেছে তার ছেলে শাহাদাত হোসেন রিফাত। মাকে মারধরের কারণেই বাবার গলায় তোয়ালে পেঁচিয়ে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে রিফাত।
সোমবার সকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে দেওয়া জবানবন্দিতে বাবাকে হত্যার কথা স্বীকার করে নেন রিফাত।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরির্দক সাজেদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে শহরের একাডেমির বনানী পাড়ার ভাড়া বাসায় খুন হন হুমায়ুন কবির। তিনি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গাবতলা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের চারদিন পর শনিবার (১ জুন) তার বোন ছলিমা আকতার বাদী হয়ে ফেনী মডেল থানায় নিহতের ছেলে শাহাদাত হোসেন রিফাত ও স্ত্রী মনোয়ারা আক্তারকে (৪৫) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, হুমায়ুনের ছেলেকে গ্রেপ্তার করলেও এখনো তার স্ত্রী মনোয়ারা আকতারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মতামত দিন