রাজধানীর বাংলামোটরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
রাজধানীর বাংলামোটরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ জুন) বেলা ১২টার দিকে ভবনটির ৪ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোহাম্মদ ফরহাদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, “রবিবার (৯ জুন) আনুমানিক বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে দু’টি ইউনিটকে পাঠানো হলেও পরবর্তীতে আরো দুই ইউনিট পাঠানো হয়।”
তবে প্রাথমিক ভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি বলেও তিনি জানান।
মতামত দিন