এসময় তাকে অজ্ঞান করে সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞান পার্টির কবলে পড়ে এক প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত হাসিনুর রহমান ছকির (৬৫) উপজেলার চাঁন্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় চান্দাই ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
চান্দাই ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানান, “সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তিনি আরো জানান, “রবিবার সকালে জমিজমা সংক্রান্ত কিছু কাগজপত্র তুলতে তিনি রাজশাহী গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নেয়।”
এরপর তারা তাকে রাজশাহীর পুঠিয়া এলাকায় ফেলে গেলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতামত দিন