সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল রোধে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
অচলাবস্থা কাটিয়ে অবশেষে ঢাকা-সিলেট রুটে শুরু হয়েছে বাস ও ট্রেন চলাচল। ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ক্ষতিগ্রস্ত তিতাস সেতুটি যান চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এই সেতুটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মাসুদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (২৪ জুন) সকাল ১১টার দিকে যান চলাচলের সুবিধার্থে সেতুটি খুলে দেওয়া হয়।
তিনি জানান, সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল রোধে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শামীম আল মাসুদ আরও জানান, ২২ টনের বেশি ভারী সেতুটির ওপর দিয়ে যেতে পারবে না। এ সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জুন তিতাস নদীর ওপর অবস্থিত সেতুটিকে মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন যান চলাচলে অচলাবস্থা কাটাতে অস্থায়ী সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় চার জন নিহত এবং বহু আহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল সংযোগ বন্ধ হয়ে যায়।
মতামত দিন