চেক হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়ার কাছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৯শ’ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়ার কাছে।
বাংলা ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের কার্যালয়ে ৮৯৯ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক সেলিম খান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন