সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান মা সাহারা খাতুন
নীলফামারীর সৈয়দপুরের মুন্সিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন।
নিহত সোহেল (২২) সৈয়দপুর পৌর বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী। সোহেলের মায়ের নাম সাহারা খাতুন (৫৬)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান মা সাহারা খাতুন (৫৬)। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তারের সাথে আটকে যান। এসময় ছেলে সোহেল দৌড়ে এসে মাকে বাঁচানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন এ প্রসঙ্গে বলেন, "সোমবার সকালে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
মতামত দিন