আমরা পরিবেশ রক্ষা করব, প্রতিবেশ রক্ষা করব, আবার পাশাপাশি উন্নয়নটা যাতে হয়, আর সেই উন্নয়নটা যেন একটু পরিকল্পিতভাবে হয়
দুর্নীতির কারণে যেন উন্নয়নের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা কখনো দুর্নীতি সহ্য করব না, সবাই তাদের নিজ দায়িত্বের জন্য দায়ী হবেন এবং সবাইকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সবাইকে এটা মাথায় রাখতে হবে যে উন্নয়ন যেন কোনোভাবে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত না হয়।"
সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতির কারণে যেন কোনো কাজ ব্যাহত না হয়। সে বিষয়টা সকলকে ভালোভাবে দেখতে হবে। উচ্চ থেকে একেবারে নিম্নস্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের আপনাদেরই নির্দেশনা দিতে হবে।"
শেখ হাসিনা বলেন, "বর্তমানে বাংলাদেশ নিজস্ব সম্পদ নিয়ে বার্ষিক বাজেট প্রণয়ন করছে। ধীরে ধীরে আমাদের মধ্যে স্ব-গৌরব বিকাশ হচ্ছে, আমাদের অবশ্যই এটি বজায় রাখতে হবে। যাতে করে মানুষ রাষ্ট্রের মাধ্যমে সুবিধা পেতে পারে।"
তিনি আরও বলেন, "আমরা সারা দিন খেটে এত কাজ করে এখন যদি এ দুর্নীতির কারণে এটা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা দুঃখজনক। দুর্নীতির ক্ষেত্রে আমি বলব, খালি ঘুষ নিলেই না, যে ঘুষ দেবে সে-ও সমান অপরাধী।"
প্রধানমন্ত্রী বলেন, "আজকে কর্মসম্পাদন চুক্তির ফলে দ্রুত দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এতে করে আমাদের কাজে গতিশীলতা বেড়েছে, দক্ষতা বেড়েছে এবং সেই সাথে সাথে কাজে একটা আগ্রহ বেড়েছে।"
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অর্জন সম্পর্কে শেখ হাসিনা বলেন, "আমরা এর জন্য প্রয়োজনীয় তিনটি মানদণ্ড ইতোমধ্যেই অর্জন করেছি। কিন্তু আমরা অনেক দূরে যেতে চাই, আমাদের সেই দৃষ্টিভঙ্গির সাথে কাজ করতে হবে।"
"উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা কীভাবে আমাদের কৃষিজমিগুলো রক্ষা করব, এটাও আমাদের দেখা উচিত। আমরা পরিবেশ রক্ষা করব, প্রতিবেশ রক্ষা করব, আবার পাশাপাশি উন্নয়নটা যাতে হয়, আর সেই উন্নয়নটা যেন একটু পরিকল্পিতভাবে হয়," যোগ করেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ও বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কাইকাউস অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মতামত দিন