সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী আগস্ট মাসে ঢাকায় আসছেন।
২৯ জুলাই, সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
এ কে আব্দুল মোমেন বলেন, “আমি আগামী মাসে হজ করতে সৌদি আরব যাচ্ছি। ১৭ আগস্ট দেশে ফিরবো। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগস্টের ২০-২১ তারিখের দিকে তিনি ঢাকায় আসবেন।”
এর আগে গত জুনে তাজিকিস্তানে একটি বহুপাক্ষিক বৈঠকের সাইডলাইনে ২ মন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক হয়।
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোমেন গত জানুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জয়শঙ্কর গত মে মাসে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
মতামত দিন