যারা এই ট্রেনের টিকিট কিনেছেন, তারা ৫ নম্বর কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন
ঈদের জন্য স্পেশালভাবে যুক্ত হওয়া লালমনি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে এই ট্রেনটি চলাচল করবে না বলে জানিয়েছেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন।
রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে কথা বলার সময় তিনি এতথ্য জানান।
রেল সচিব বলেন, ‘‘লালমনি ঈদ স্পেশাল ট্রেনটি রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে লালমনিরহাট যাওয়ার কথা ছিল। তবে এখন ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। যারা এই ট্রেনের টিকিট কিনেছেন, তারা ৫ নম্বর কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন।’’
এসময় ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেন রেল সচিব।
মতামত দিন