তিনি বলেন, ‘বাংলাদেশ নিরাপদ দেশ। দুই-একটি ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল’
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘বাংলাদেশ নিরাপদ দেশ। দুই-একটি ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়েছে। প্রকৃতির সঙ্গে তো আর যুদ্ধ করা যায় না।’
ঈদের ছুটি শেষে বুধবার (১৪ আগস্ট) প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “এবার রেল লাইনচ্যুত হওয়ার কারণে রেলপথে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। আর বৈরী আবওয়ার কারণে ১৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এই দুই ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা নিয়ে আমরা সন্তুষ্ট।”
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু ব্রিজের টোল প্লাজার কারণে যাত্রাপথে দেরি হয়েছে। গরুবাহী ট্রাকের কারণেও যানবাহনের ধীরগতি হয়েছে। টোল প্লাজা আধুনিক করা হচ্ছে। সরকার এজন্য চেষ্টা করছে। এবার আকাশপথে কোনও ফ্লাইট বাতিল হয়নি।”
মতামত দিন