'প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি, এজন্য অনেক ভালো লাগছে'
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে এই প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন অর্ধশতাধিক প্রতিবন্ধী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না বলেন, "আজ আমরা ভীষণ খুশি। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এজন্য অনেক ভালো লেগেছে।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, "প্রতিবন্ধীরা যেন স্বাভাবিক ধারায় ফিরে আসতে পারে সেই জন্যই আমরা এই প্রয়াস গ্রহণ করেছি। তারা যে সমাজের বা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নন জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সেটি আবারো প্রমাণিত হলো।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো:শাহেদুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন প্রমুখ। পরে বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশ করেন আমন্ত্রিত শিল্পীরা।
মতামত দিন