ঘটনার পর থেকে সাজেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক এলাকায় ইউপিডিএফ মূল দলের সদস্য শান্তিপ্রিয় চাকমা ওরফে সুমন (৪০) সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) ছুফিউল্লাহ।
শুক্রবার সাজেক ইউনিয়নের সীমানাছড়ার নিকটে রেত কাবা ছড়া এলাকায় চিকন পুতি চাকমার বাড়ির দক্ষিণপার্শ্বে গোলাগুলির ঘটনা ঘটে। পরে গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনী টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সুমন চাকমার মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। সুমন চাকমার মরদেহ তল্লাশি করে এসময় একটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করা হয়।
রাঙ্গামাটির এএসপি ছুফিউল্লাহ ঘটনা প্রসঙ্গে ঢাকা ট্রিবিউনকে বলেন, "মরদেহ উদ্ধার করে সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।"
এদিকে এঘটনার পর থেকেই সাজেক এলাকায় যৌথবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।
মতামত দিন