এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ৮ জনের মৃত্যু হলো
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইমতিয়াজ আহমেদ অপু (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নরসিংদী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
ইমতিয়াজের চাচা আলমগীর হোসেন জানান, গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলো সে। ডেঙ্গু ধরা পড়ার পর তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। গত শুক্রবার (৩০ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়া ৪টায় মৃত্যু হয় ইমতিয়াজের।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, "ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ আহমেদ অপু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ৮ জনের মৃত্যু হলো।"
মতামত দিন