২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদক কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি
নৌ-পরিবহন অধিদফতরের এক শিপ সার্ভেয়ারকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল থেকে মির্জা সাইফুর রহমান নামে ওই নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তাকে আটক করে দুদক। দুদক পরিচালক আক্তার হোসেন এই অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা যায়, সার্ভে ও ফিটনেস পরীক্ষার নাম খাদিজাতুল কোবরা নামের এক জাহাজের মালিকপক্ষের কাছে ৩ লাখ টাকা চান ওই কর্মকর্তা। এর প্রেক্ষিতে সোমবার সকালে ওই জাহাজের মালিকপক্ষকের লোকেরা সাইফুরের কাছে ২ লাখ টাকা দিতে গেলে তাকে হাতেনাতে আটক করে দুদক।
আটকের পর তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
মতামত দিন