বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম কোনও ডেঙ্গু রোগী মারা গেলেন। তিনি জেলার রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার স্ত্রী ছিলেন
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার সহধর্মীনি ডমেচিং মার্মা (বেবি)। মৃত্যুকালে তিনি দুইছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ডমেচিং ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে পাঁচটায় মারা যান।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ চট্টগ্রাম থেকে তার নিজ বাড়ি রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে বলে জানায় পরিবারের স্বজনরা।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম কোন ডেঙ্গু রোগী মারা গেলেন।
মতামত দিন