ডাকসু'র কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে নুর বরাবরই অনাগ্রহী। আজকে শিক্ষা দিবসের কর্মসূচিতেও তিনি ছিলেন না
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) সাদ্দাম হোসেইন অভিযোগ করে বলেছেন, ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা না করে ব্যক্তিগত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন ভিপি নুরুল হক নুর।
নুর কখনোই ডাকসু'র কর্মকাণ্ডে অংশ নেননি অভিযোগ করে সাদ্দাম বলেন, নিজস্ব প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডাকসুর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ভিপি নুরের অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে সাদ্দাম বলেন, “ডাকসু'র কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে তিনি বরাবরই অনাগ্রহী। আজকে শিক্ষা দিবসের কর্মসূচিতেও তিনি ছিলেন না। অনুপস্থিত ছিলেন গত ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিতেও।”
ছাত্রলীগের পদ থেকে গোলাম রাব্বানীর অপসারণের পর ডাকসুতে তিনি স্বপদে বহাল থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমরা আলোচনা করব। ডাকসুর সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন