বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত রোজিনা যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী পার্থ প্রতিম জানান, “ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোজিনা বেগমকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।”
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, “খুলনার বিভিন্ন জেলায় এপর্যন্ত মোট ৭ হাজার ৩৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন ৫১৮ জন। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়েছেন।”
এপর্যন্ত আক্রান্তের মধ্যে যশোর জেলায় ২ হাজার ৩১১ জন, কুষ্টিয়ায় ৯৬২ জন, খুলনায় ২০০ জন, বাগেরহাটে ২৩০ জন, সাতক্ষীরায় ৪৮০ জন, ঝিনাইদহে ৩৭৮ জন, মাগুরায় ৩৩৮ জন, নড়াইলে ৩০১ জন, চুয়াডাঙ্গায় ১১৫ জন, মেহেরপুরে ১৯০ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬৪ জন চিকিৎসা নিয়েছেন।
মতামত দিন